• বৃহস্পতিবার, ২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪২৯

সারা দেশ

সিংগাইরের চাকুলিয়া সারারিয়া রাস্তার বেহাল দশা, দেখার কেউ নেই

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৫ জুলাই ২০২৩

সাইফুল ইসলাম সিংগাইর প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরের জামশা ইউনিয়নের ,চাকুলিয়া হতে সারারিয়া বাজার পর্যন্ত রাস্তার বেহাল দশা। দীর্ঘ দিন ধরে রাস্তাটি সংস্কার কিংবা মেরামতের অভাবে রাস্তাটি এখন চলাচলে অনুপযোগী হয়ে গেছে। দুই যুগ আগের ইটের সলিং রাস্তাটির ইট বালু দুমড়ে মুচড়ে সরে গেছে। নিম্ন মানের ইট ব্যবহার করায় এ রাস্তাটির এ অবস্থা সৃষ্টি হয়েছে। ইটের সলিং রাস্তাটি চেনাই যায়না । এই রাস্তা টি এখন কাচা রাস্তায় পরিনত হয়েছে। একটু বৃষ্টি হলেই বিভিন্ন স্থানে বড়বড় গর্তের সৃষ্টি হয় । এতে কাদা পানিতে একাকার হয়ে যায় । স্থানীয় বাসিন্দা
মুক্তি যোদ্ধা আঃ মালেক বলেন বিশেষ করে কালিগঙ্গা নদীর দক্ষিন পারের চাকুলিয়া সারারিয়া , মাটিকাটা ১,২,৩,৪,৫ ও ৬ নং ওয়ার্ড পাক-আমল থেকেই অবহেলিত। জীবন বাজী রেখে যুদ্ধ করে দেশটা স্বাধীন করেছিলাম। ভেবেছিলাম স্বাধীনতার পূর্ন স্বাদ ভোগ করব। কিন্ত হল না। বিগত ১০/১৫ বছরে আমাদের এমপি মমতাজ বেগম বহুবার জামশা ইউনিয়নে এসেছেন। তার মধ্যে সারারিয়া বাজারে ২/৩ বার এসে প্রতিবারই বলেছেন - জামশা টু পালরা রাস্তাটা কয়েক মাসের মধ্যে হয়ে যাবে কিন্ত আমাদের দূর্ভাগ্য তিনি প্রতিশ্রুতি দেওয়ার পরেও - ১৫ বছরেও রাস্তাটি সংস্কার হয়নি। সামনে জাতীয় নির্বাচন জনগনের সামনে কি মুখ নিয়ে দাঁড়াব। তিনি আরও বলেন জামশা বাসষ্ট্যান্ড হতে বালুরচর রাস্তা পর্যন্ত ঐ রাস্তারও একই হাল । স্কুল কলেজ গামী ছেলে-মেয়েরা সময় মত তার পৌছাতে পারেনা । সময় মত তাদের শিক্ষালয়েবল যেত পারছেন না। রাস্তা দু'টো অতিদ্রুত সংস্কারে বর্তমান চেয়ারম্যান সাহেবেরও কোন তৎপরতা পরিলক্ষিত হচ্ছেনা । স্থানীয় লোকজন রাস্তাটি নির্মাণে প্রশাসনের নিকট দষ্টি আকর্ষণ করঋেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads